বুলেটের থেকে কম দামে লঞ্চ হল দুই ক্লাসিক বাইক

https://inews.zoombangla.com/launched-two-classic-bikes/

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। আসলে এখনকার ফ্যাশন স্টেটমেন্ট অনুযায়ী যেকোনো বয়সের রাইডার এই রেট্রো ক্লাসিক স্টাইলের বাইক কিনতে চান। তবে আপনাদের জানিয়ে রাখি এই বাজারে শুধু রয়েল এনফিল্ড একা নেই। রেট্রো ক্লাসিক স্টাইলের বেশ কয়েকটি বাইক ভারতের বাজারে এনেছে Jawa ও Yezdi কোম্পানি। চলতি বছরের শুরুতে এই দুই কোম্পানি তাদের জনপ্রিয় বাইকের নতুন কালার অপশন লঞ্চ করেছে যা ব্যাপার জনপ্রিয়তা পাচ্ছে দেশজুড়ে।


ক্লাসিক স্টাইলের Jawa 42 বাইকটির জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে ভারতীয়দের মধ্যে। নতুন ২০২৩ সালের শুরুতে কোম্পানি এই Jawa 42 বাইকটির নতুন কালার অপশন লঞ্চ করেছে। এবার থেকে এই বাইকটি পাওয়া যাবে কসমিক কার্বন শেডে। এই বাইকটিতে ২৯৪.৭২ cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ২৭ bhp শক্তি এবং ২৬.৮৪ Nm টর্ক জেনারেট করে। দিল্লিতে এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৯৫ লাখ টাকা।

One thought on “বুলেটের থেকে কম দামে লঞ্চ হল দুই ক্লাসিক বাইক

  1. ক্লাসিক স্টাইলের Jawa 42 বাইকটির জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে ভারতীয়দের মধ্যে। নতুন ২০২৩ সালের শুরুতে কোম্পানি এই Jawa 42 বাইকটির নতুন কালার অপশন লঞ্চ করেছে। এবার থেকে এই বাইকটি পাওয়া যাবে কসমিক কার্বন শেডে। এই বাইকটিতে ২৯৪.৭২ cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ২৭ bhp শক্তি এবং ২৬.৮৪ Nm টর্ক জেনারেট করে। দিল্লিতে এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৯৫ লাখ টাকা।

    Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started